দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পর্যটনকেন্দ্র কেওক্রাডং।
আগামী ১ অক্টোবর থেকে সেখানে ভ্রমণ করা যাবে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
তিনি জানান, সীমান্ত সড়ক নির্মাণ শেষ হওয়া এবং নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার আগে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা ও দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। এসব আলোচনায় পর্যটন এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, ভ্রমণকে উপভোগ্য করা এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।
প্রসঙ্গত, কুকি চিন ন্যাশন্যাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা বেড়ে যাওয়ায় রুমা ও থানচি উপজেলার বেশ কিছু পর্যটনকেন্দ্রে দীর্ঘদিন ধরে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ফলে পর্যটন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর কেওক্রাডং খুলে দেওয়ার ঘোষণায় স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং আশা করছেন—এতে আবারও পর্যটন শিল্প চাঙা হয়ে উঠবে।
এসআর
মন্তব্য করুন: