[email protected] শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
১১ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী বিক্ষোভ, সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৭:১০ পিএম

সংগৃহীত ছবি

স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের চেঙ্গী স্কোয়ারে এ সমাবেশ হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত জেলার সব সড়কে অবরোধ পালিত হবে।

এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে এসে মহাসমাবেশে মিলিত হয়। ‘জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত কর’ স্লোগানে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ সমাবেশে কয়েক হাজার পাহাড়ি নারী-পুরুষ অংশ নেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে একটি ক্ষেত থেকে উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে আটক করেছে পুলিশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর