[email protected] বৃহঃস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
২ মাঘ ১৪৩২

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৩:০২ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশাচালক শুকুর আলী (৪০)। আহত বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রুপা মনি দাস (১২) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, দুর্গাপূজার ছুটিতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বিপুলের পরিবার ট্রাকের ধাক্কায় দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপুল ও তার ছেলে মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর