শারদীয় দুর্গাপূজা ও টানা ছুটিতে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ-ডে) বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও ৪ অক্টোবর (শনিবার) রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী যথাক্রমে ৭৬০/৭৫৯ নম্বর পদ্মা এক্সপ্রেস ও ৭৫৬/৭৫৫ নম্বর মধুমতি এক্সপ্রেস নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। তবে ওই সপ্তাহের পর থেকে আগের নিয়মে অফ-ডে কার্যকর হবে। টিকেট অনলাইনে সংগ্রহ করা যাবে।
অন্যদিকে, পূর্বাঞ্চলের যাত্রীচাহিদা বিবেচনায় ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে অতিরিক্ত চার জোড়া ‘ট্যুরিস্ট স্পেশাল ট্রেন’ চালানো হবে। এসব ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি হবে।
যাত্রী হয়রানি ও বিনা টিকেটে ভ্রমণ ঠেকাতে কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের ভিজিলেন্স টিম মাঠে কাজ করবে।
সভায় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, অতিরিক্ত সচিব মো. রুপম আনোয়ারসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: