[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

খুনিদের দৃশ্যমান বিচার দেখতে চাই: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:০১ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, গত এক যুগেরও বেশি সময় ধরে যারা মানুষ হত্যা করেছে তাদের দৃশ্যমান বিচার দেশের জনগণ দেখতে চায়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “এই অল্প সময়ে সবার বিচার সম্ভব না হলেও খুনি হাসিনা, আসাদুজ্জামান, আরাফাতের মতো প্রধান অভিযুক্তদের বিচারিক রায় দ্রুত কার্যকর করতে হবে। এতে জনগণের আস্থা তৈরি হবে যে, ভবিষ্যতেও বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে।”

জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নানা আলোচনা চলছে। সবচেয়ে টেকসই উপায় হলো গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। আরেকটি উপায় হলো গণভোট, যা বিভিন্ন ইসলামপন্থি দল দাবি করছে। এর বাইরে অন্য পথগুলোতে আইনগত জটিলতা রয়েছে।

নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আমরা সারা দেশের জেলা সফরে বেরিয়েছি। তৃণমূল পর্যায়ে সংগঠনকে মজবুত করতে পারলে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করা সম্ভব হবে। সিলেট বিভাগের প্রতিটি আসনে আমরা প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়েছি।”

গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার প্রসঙ্গে সারজিস বলেন, “একই মতাদর্শে কাজ করা তরুণ রাজনৈতিক দলগুলো এক হলে তা দেশের স্বার্থেই হবে। গণঅধিকার পরিষদের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা চলছে। এখনো সিদ্ধান্ত হয়নি, তবে এখানে এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ আরও কয়েকটি দলের অংশগ্রহণে একটি জোট কিংবা একীভূত কাঠামো গঠনের সম্ভাবনা রয়েছে।”

সাম্প্রতিক এক ঘটনার সমালোচনা করে তিনি বলেন, গত সোমবার জাতিসংঘ অধিবেশনে অন্তর্বর্তী সরকার প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে নিরাপত্তাহীনতায় পড়া লজ্জাজনক ঘটনা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দূতাবাসের কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সরকারের প্রতি জনগণের আস্থা কমছে বলে মন্তব্য করেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর