[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

নির্বাচনে মাঠে থাকবে এক লাখ সেনা : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৭:০৮ পিএম

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বর্তমানে প্রায় ৩০ হাজার সেনা মাঠে থাকলেও নির্বাচনের সময় এ সংখ্যা বেড়ে এক লাখে দাঁড়াবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সভায় চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের কর্মকর্তারাও মাঠে থাকবেন। নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, জনগণই আসল শক্তি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব।”

অবৈধ অস্ত্র নির্বাচনে প্রভাব ফেলতে পারে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশের সাফল্যে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু অস্ত্র এখনো বাইরে রয়েছে, তবে নির্বাচনের আগে সেগুলোও উদ্ধার হয়ে যাবে।

ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকাসহ বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে। আমরা তাদের আইনের আওতায় আনতে কাজ করছি। যাতে সহজে জামিন না পায় সেদিকেও নজর রাখা হচ্ছে। নির্বাচনের সময় রাজনৈতিক কর্মসূচি বাড়লেও ছোটখাটো ঝটিকা মিছিল আর হবে না।”

গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা সত্য তথ্য প্রচার করলে গুজব ছড়ানোর সুযোগ কমে যাবে। অতীতে বাইরের দেশ থেকে বিভ্রান্তিকর তথ্য আসত, কিন্তু আপনাদের কাউন্টার দেওয়ার কারণে তা অনেকটাই কমেছে। এবারও আপনাদের কাছে অনুরোধ, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিন।”

দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, এবারের পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে সরকার আশাবাদী। তিনি অন্যান্য ধর্মের অনুসারীদেরও পূজার আয়োজনকে সফল করতে সহযোগিতার আহ্বান জানান।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি ও মাদক ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমানে সীমান্ত এলাকায় মিয়ানমারের সেনারা নেই, পুরোটা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তারা মাদকের ওপর নির্ভরশীল। সীমান্ত দিয়ে প্রচুর মাদক ঢোকে, এর বিপরীতে আমাদের দেশ থেকে চাল, শাক-সবজি, ওষুধসহ নানা পণ্য যায়। আমরা আলোচনা করছি, যাতে এসব যাতায়াত বন্ধ হয় এবং মাদক প্রবেশ রোধ করা যায়।”

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, “রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ কোনো হুমকির মুখে নেই। আমাদের লক্ষ্য দ্রুততম সময়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো। যত দ্রুত তারা ফিরবে, তত দ্রুত সমস্যার সমাধান হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর