কুষ্টিয়ার দৌলতপুরে সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাতে লাবু (৩৬), তারিখ (৪২) ও সুবেল (৩৫)সহ ৭-৮ জন ডাকাত ওই নারীর বাড়িতে ঢুকে তার স্বামী ও দেবরকে বেঁধে ফেলে। এরপর তিন বছরের শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করে তারা।
ঘটনার পর ডাকাতরা ঘরে থাকা স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরে ভুক্তভোগী নারী ধর্ষণ মামলা ও তার শ্বশুর ডাকাতির মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপরাধের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।
এসআর
মন্তব্য করুন: