সিলেটের কোম্পানীগঞ্জে বালু ও পাথর লুটপাট বন্ধে নৌকা চলাচলের ওপর নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। তিনি জানান, শুক্রবার বিকাল থেকেই মাইকিং করে স্থানীয়দের মধ্যে এ নির্দেশনা প্রচার করা হচ্ছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে ‘সাদাপাথর’ পর্যটন কেন্দ্র পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। ওই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এরই মধ্যে ধলাই সেতুর পাশে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন— ডাকঘর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে শফিক আহমেদ (৪০) এবং মো. বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ কুদ্দুস (৩০)।
ইউএনও রবিন মিয়া জানান, শুক্রবার রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ধলাই সেতু এলাকায় টাস্কফোর্স অভিযান চালানো হয়। এ সময় নিজস্ব জমির দাবি দেখিয়ে বালু উত্তোলনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দণ্ড দেন।
তিনি আরও বলেন, সেতুর আশপাশে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এসআর
মন্তব্য করুন: