[email protected] শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২

ধর্ষণের শিকার শিশুর অভিভাবককে চিকিৎসকের গালিগালাজ, সিভিল সার্জনের শোকজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৯:৫৫ পিএম

সংগৃহীত ছবি

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেমের বিরুদ্ধে ধর্ষণের শিকার এক শিশুর অভিভাবকের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজের অভিযোগ উঠেছে।

এ সংক্রান্ত একটি ভিডিও বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওটিতে দেখা যায়, চিকিৎসাধীন শিশুটির বাবা ও স্বজনদের উদ্দেশে ডা. আবুল কাশেম কুরুচিপূর্ণ ও হুমকিমূলক ভঙ্গিতে কথা বলছেন। স্থানীয় ভাষায় তাকে বলতে শোনা যায়—
“এই ব্যাটা থানায় যায় পড়ে রহিবো। বুঝিস নাই! কাগজ খান নিয়ে থানাত যায় পড়ে রহিস… ব্লেড কিনে বাড়ি গিয়া… মান-সম্মান তোমাদের কিচ্ছু নাই। এ বেটা ঘুষায় নাক ফাটায় ফেলবো, আবার চিকিৎসাও দিব।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান ঘটনাটি নজরে নেন। পরে অভিযুক্ত চিকিৎসককে শোকজ নোটিশ দিয়ে শনিবারের (২০ সেপ্টেম্বর) মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আরএমও পদ থেকে তাকে সরিয়ে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডা. রাহিমুলকে।

সিভিল সার্জন বলেন, “কী কারণে রোগীর পরিবারের সঙ্গে এমন আচরণ করা হলো, তার স্পষ্ট জবাব চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর বিষয়টি মন্ত্রণালয়ে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শিশুটির পরিবার অভিযোগ করেছে, বৃহস্পতিবার সকালে রাউন্ডে এসে ডা. আবুল কাশেম মামলার কাগজ চান। সময়মতো কাগজ দেখাতে না পারায় তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শিশুকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেন।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক আবুল কাশেম জানান, হাসপাতালের অতিরিক্ত রোগীর চাপে কথাবার্তার ভঙ্গিতে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে গেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “ভুল হয়েছে, তাই আমি ক্ষমা চাইছি।”

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে জেলার দেবীগঞ্জ পৌর এলাকায় খেলনা ও চকলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এক যুবক পাঁচ বছরের শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বুধবার রাতে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর