[email protected] বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২

সিলেটে ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৭:৫৩ পিএম

সংগৃহীত ছবি

সিলেটের ইবনে সিনা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর সড়কে ট্রাক ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার নিজ ফুলসাইন্দ এলাকার তানিম আহমেদ।

প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানিমের মৃত্যু ঘিরে স্বজন ও বন্ধুদের অভিযোগ ছিল চিকিৎসায় অবহেলার। এ সময় তারা হাসপাতালে ভাঙচুর করলে কর্মচারীরা পাল্টা প্রতিক্রিয়া দেখায়, ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তবে এ ঘটনায় তৃতীয় পক্ষের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান। তিনি দাবি করেন, “তানিমের অবস্থা ছিল গুরুতর। তবুও চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে কিছু লোক ভাঙচুর করে।

এ সময় তারা জোর করে আইসিইউতে প্রবেশের চেষ্টা করলে সিকিউরিটি বাধা দেয়। এতে কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। রোগীর স্বজনরা নয়, বরং তৃতীয় পক্ষই হামলা চালিয়েছে।”

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষ ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।”

তিনি আরও জানান, রাত ১২টার দিকে সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতাদের উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের পরিবার-স্বজনদের মধ্যে সমঝোতা হয়। পরে বৈঠকের মাধ্যমে তানিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর