[email protected] বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২

সাতকানিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৫ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে

এতে দোকান মালিকসহ ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার বৈলতলি ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

চন্দনাইশ ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, দোকানে সিলিন্ডারের বোতল নামানোর সময় এক শ্রমিক সিগারেট খাওয়ায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বিস্ফোরণে রূপ নেয় এবং আশপাশে থাকা সবাই দগ্ধ হন।

দগ্ধরা হলেন—দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), কফিল (২২), রিয়াজ (১৭), ইউনুস (২৬), আকিব (১৭), হারুন (২৯), ইদ্রিস (৩০), লিটন (২৮) ও ছালে (৩৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর