ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভকারীরা ঢাকা–খুলনা মহাসড়কে মিছিল নিয়ে গোলচত্বর এলাকায় প্রবেশ করে।
এ সময় তারা সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ধাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মডেল মসজিদে আশ্রয় নিতে বাধ্য হন। পরে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ, ভাঙ্গা থানা এবং অফিসার্স ক্লাবে ভাঙচুর চালিয়ে ক্লাবে অগ্নিসংযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে মহাসড়ক অবরোধ করে আসছেন আন্দোলনকারীরা।
আজ সকালে বেলা ১১টা থেকেই ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। দুপুরে উত্তেজনা চরমে পৌঁছালে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে ভাঙ্গার সার্কেল কর্মকর্তা, থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলছে।”
এদিকে, সীমানা পুনর্বিন্যাসের বিরোধে ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ৯০ জনের নাম উল্লেখসহ আরও ১০০–১৫০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: