[email protected] সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক-পুলিশসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২:০৮ পিএম

সংগৃহীত ছবি

যশোরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ও পুলিশের এসআইসহ চারজন নিহত হয়েছেন।

এর মধ্যে যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজারের কাছে তিনজন এবং যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় একজন নিহত হন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার কিছুক্ষণ আগে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গুড়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসের কাচ ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে ভেতরে, এতে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত হয়েছেন—

  • এইচএম জাফর আলী (৪৫), সিনিয়র করেসপন্ডেন্ট, ডেইলি ইভনিং নিউজ
  • এসআই নিক্কন আঢ্য (৩৫), নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক, বাড়ি বাঘারপাড়ার ছাতিয়ানতলায়।
  • আক্তার হোসেন (৪৭), যশোর সদরের বসুন্দিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থলেই আক্তার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক জাফর আলী ও এসআই নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জাফর আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রথমে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় রেফার করার পর সেখানেই মারা যান এসআই নিক্কন আঢ্য।

অপরদিকে সোমবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে (ঢাকা মেট্রো গ-১২-৩৬৯৩) একটি পিকআপের (যশোর না-১১-০৩৯৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপচালক রুহুল কুদ্দুস (৪৭)।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শেখ সেকেন্দার আলী ও নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

  • সাংবাদিক এইচএম জাফর আলী যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক।
  • এসআই নিক্কন আঢ্য ছিলেন যশোরের বাঘারপাড়ার ছাতিয়ানতলা গ্রামের সন্তান।
  • আক্তার হোসেন যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আহমদ আলীর ছেলে।
  • রুহুল কুদ্দুস, নিহত পিকআপচালক।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর