যশোরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ও পুলিশের এসআইসহ চারজন নিহত হয়েছেন।
এর মধ্যে যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজারের কাছে তিনজন এবং যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় একজন নিহত হন।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার কিছুক্ষণ আগে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গুড়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসের কাচ ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে ভেতরে, এতে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত হয়েছেন—
স্থানীয়রা দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থলেই আক্তার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক জাফর আলী ও এসআই নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জাফর আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রথমে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় রেফার করার পর সেখানেই মারা যান এসআই নিক্কন আঢ্য।
অপরদিকে সোমবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে (ঢাকা মেট্রো গ-১২-৩৬৯৩) একটি পিকআপের (যশোর না-১১-০৩৯৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপচালক রুহুল কুদ্দুস (৪৭)।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শেখ সেকেন্দার আলী ও নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
এসআর
মন্তব্য করুন: