[email protected] সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৩০ ভাদ্র ১৪৩২

আশুলিয়ায় শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:২২ পিএম

সংগৃহীত ছবি

ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়াবাসা থেকে শিশুসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন—বগুড়ার ধুনট উপজেলার রুবেল আহমেদ, তার স্ত্রী সনি আক্তার এবং তাদের ছয় বছরের কন্যা জমিলা।

পুলিশ জানায়, ঘরে প্রবেশ করে দেখা যায়—বিছানায় পড়ে আছে সনি আক্তার ও তার কন্যাশিশুর মরদেহ, আর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে রুবেলের নিথর দেহ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শিশুকন্যাকে বিষ প্রয়োগে হত্যার পর রুবেল আত্মহত্যা করেছেন।

প্রতিবেশীরা জানান, সনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং রুবেল রাজমিস্ত্রীর কাজ করতেন। সারা দিন তাদের দেখা না পেয়ে সন্ধ্যায় প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিতেই ঘরের ভেতরে মরদেহ দেখতে পান তারা।

নিহতদের স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার সন্দেহ থেকে রুবেল এ ঘটনা ঘটিয়েছেন।

আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর