ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সকাল-সন্ধ্যা টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে এক সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া বলেন,
“৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভৌগোলিক বাস্তবতা ও স্থানীয় জনস্বার্থ উপেক্ষা করে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করেছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক ও অগণতান্ত্রিক সিদ্ধান্ত।”
তিনি অভিযোগ করেন, এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চললেও নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা দেয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“দুই ইউনিয়নের সীমানা ভাঙ্গা উপজেলার সঙ্গেই পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে।”
সিদ্দিক মিয়া আরও বলেন, নগরকান্দা ও সালথা উপজেলা ভৌগোলিকভাবে ভাঙ্গা থেকে অনেক দূরে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কিংবা যোগাযোগ—কোনো ক্ষেত্রেই ফরিদপুর-২ এর সঙ্গে আলগী ও হামিরদীর সম্পর্ক নেই। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে স্থানীয় জনগণ চরম ভোগান্তিতে পড়বে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা তিন দিন সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
অবরোধের স্থানসমূহ:
অবরোধ শেষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
অবরোধের পক্ষে বক্তব্য দেন—ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা সারোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি আতিউর রহমান, খেলাফত মজলিসের জাবের হোসেন এবং এনসিপি নেতা অনিক হোসেন।
এসআর
মন্তব্য করুন: