[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাসে গণছুটি কর্মসূচি স্থগিত পল্লী বিদ্যুত সমিতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১:২৭ এএম

সংগৃহীত ছবি

শুক্রবার এক বার্তায় এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।

বার্তায় জানানো হয়, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে মানসম্মত সেবা নিশ্চিত করার দাবিতে ২০২৪ সালের জানুয়ারি থেকে তারা আন্দোলন করে আসছেন। তবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অসহযোগিতা ও দমনপীড়নের কারণে সংকট জটিল আকার ধারণ করে।

আন্দোলনের কারণে ইতোমধ্যে শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা, চাকরিচ্যুতি ও বদলির মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

সংকট সমাধানের লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনায় যেতে উপদেষ্টার আহ্বান ও আশ্বাসে তারা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও বলা হয়, আন্দোলন চলাকালে কখনোই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়নি। কর্মসূচি প্রত্যাহারের ফলে সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যোগদানের আহ্বান জানানো হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর