হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবণ ও শুভ চাচাতো ভাই আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। ঈদের ছুটি কাটাতে পাঞ্জারাই গ্রামে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় খেলার সময় প্রথমে এক শিশু অসাবধানতাবশত বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর দুজনও পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর গ্রামের এক নারী পুকুরে অহনার দেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে গ্রামবাসী দ্রুত পুকুর থেকে তিনজনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালে গিয়ে দেখা গেছে, পাশাপাশি শায়িত তিন শিশুর নিথর দেহ। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে। শোকে স্তব্ধ হয়ে পড়েন নিহত শিশুদের বাবা-মায়েরা। এ সময় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. চম্পক কিশোর সাহা সুমন বলেন, “শিশু তিনজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাদের মৃত ঘোষণা করি।”
এসআর
মন্তব্য করুন: