[email protected] রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

বাগেরহাটে ৩ দিনের হরতালের ডাক সর্বদলীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৩ এএম

সংগৃহীত ছবি

বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার সিদ্ধান্তের প্রতিবাদে টানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি।

এর অংশ হিসেবে ৩ দিনের হরতালসহ ৫ দিনব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ধানসিঁড়ি মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী—

  • ৭ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন,
  • ৮ সেপ্টেম্বর হরতাল ও অবরোধ, নির্বাচন কমিশন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি,
  • ৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল,
  • ১০-১১ সেপ্টেম্বর টানা হরতাল।

এছাড়া চারটি আসন বহাল রাখার দাবিতে আইনি পদক্ষেপ নিতে বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু ও জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জূমায়েতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ সর্বদলীয় কমিটির শীর্ষস্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। নির্বাচন কমিশন প্রথমে প্রস্তাব দিয়ে এবং পরে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনে। এর প্রতিবাদেই সর্বদলীয় কমিটির এই আন্দোলন কর্মসূচি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর