চট্টগ্রামের হাটহাজারীতে জশনে জুলুসকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত সড়কসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ আদেশ আজ রাত ১০টা থেকে আগামীকাল (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা পর্যন্ত কার্যকর থাকবে।
এই সময়ে সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল, গণজমায়েত, অস্ত্র বহনসহ পাঁচজনের বেশি একসঙ্গে অবস্থান বা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
প্রসঙ্গত, শনিবার রাত ৮টার দিকে গাড়ি ভাঙচুরের ঘটনার পর দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসআর
মন্তব্য করুন: