[email protected] শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২২ ভাদ্র ১৪৩২

লক্ষ্মীপুরে খালে বাস, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ২:৪৮ পিএম

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রহমতখালী খালে পড়ে ডুবে গেছে।

এতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের লোকাল বাসটি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনায় পড়ে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, নিহতরা হলেন—মোরশেদ আলম, জয়নাল আবেদিন, হুমায়ুনুর রশীদ, মাজেদ ও রিপন।

সবাই স্থানীয় চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে বাসটি উদ্ধার করে। এ সময় কেউ নিখোঁজ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর