[email protected] শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

মুন্সীগঞ্জে মদ্যপানে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৫ এএম

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে মদ্যপানে অসুস্থ হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত মৃত্যু হওয়া চারজনের দাফন সম্পন্ন হয়। হঠাৎ একদিনে একই গ্রামের চারজনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন—কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন—রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, খোঁজ নেওয়া হচ্ছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর