[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলাদা করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গার সুয়াদি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক এবং পুখুরিয়ায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা।

ফলে দুই মহাসড়কেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস ও ট্রাক মহাসড়কে আটকে পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রকাশিত গেজেটে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়।

এ সিদ্ধান্তের বিরোধিতা করে সকাল থেকে হাজারো মানুষ সড়কে নেমে আসেন। তাদের দাবি, ইউনিয়ন দুটি ঐতিহাসিকভাবেই ভাঙ্গার সঙ্গে যুক্ত, তাই যেকোনো মূল্যে সেখানেই রাখতে হবে।

বিক্ষোভে অংশ নিয়ে বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, জনগণের দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে বুঝিয়েও অবরোধকারীদের সরানো সম্ভব হচ্ছে না। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর