খুলনায় রূপসা সেতুর নিচ থেকে ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুলু দৈনিক সংবাদ প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য হিসেবেও পরিচিত ছিলেন।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, মরদেহের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। খবর পেয়ে লবণচরা ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশকে অবহিত করে। পরে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পিবিআই, সিআইডি, র্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
পুলিশ জানায়, নিহত বুলুর পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, “এখনই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”
এসআর
মন্তব্য করুন: