দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের ৫৭ নেতাকে শোকজ করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) রাতে পাঠানো নোটিশে তিন দিনের মধ্যে জেলা আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের কাছে কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শোকজপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
এছাড়া নাটোর পৌরসভা, গোপালপুর পৌরসভা, বনপাড়া পৌরসভা, গুরুদাসপুর পৌরসভা, নলডাঙ্গা পৌরসভা, সিংড়া পৌরসভা ও বাগাতিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ মোট ৫৭ জনকে এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: