[email protected] মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
১৮ ভাদ্র ১৪৩২

নাটোরে একসঙ্গে স্বেচ্ছাসেবক দলের ৫৭ নেতা শোকজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৮ এএম

সংগৃহীত ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের ৫৭ নেতাকে শোকজ করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাতে পাঠানো নোটিশে তিন দিনের মধ্যে জেলা আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের কাছে কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—

  • নাটোর সদর উপজেলা আহ্বায়ক আফরোজ তালুকদার, যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ ও জাহিদুল ইসলাম।
  • বড়াইগ্রাম উপজেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সুলতান আরেফিন কাজল, আকরামুল ইসলাম রনি ও রেজাউল করিম বাবু।
  • গুরুদাসপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, সিরাজুল ইসলাম ও হাবিবুর রহমান লিটন।
  • সিংড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম।
  • নলডাঙ্গা উপজেলা যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জসিম, জনি হোসেন, রফিক উদ্দিন ও মাসুদ রানা।

এছাড়া নাটোর পৌরসভা, গোপালপুর পৌরসভা, বনপাড়া পৌরসভা, গুরুদাসপুর পৌরসভা, নলডাঙ্গা পৌরসভা, সিংড়া পৌরসভা ও বাগাতিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ মোট ৫৭ জনকে এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর