[email protected] মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
১৮ ভাদ্র ১৪৩২

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫ ৬:১৫ পিএম

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিনজন নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরের খালইস্ট এলাকার আফতাব কমপ্লেক্স সংলগ্ন সবুজ মিয়ার ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রথমে এক শ্রমিক ট্যাংকের ভেতরে পড়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পরপর আরও দুই শ্রমিক ট্যাংকে নেমে পড়েন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর