[email protected] শনিবার, ৩০ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

শনিবার যে জেলায় ছয় ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৫ ৯:৩৯ পিএম

সংগৃহীত ছবি

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (জিএমডি) রংপুর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর পরিবর্তন এবং লালমনিরহাট গ্রিডের কন্ডাক্টর মেরামতের কাজের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ কারণে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় প্রায় ১২০ মেগাওয়াট এবং রংপুর শহরের লালবাগ ফিডারের আওতাধীন এলাকায় প্রায় ২০ মেগাওয়াট লোডশেডিং হবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান জানান, কুড়িগ্রামের সাত উপজেলা (জামালপুরের আওতাধীন রৌমারী ও রাজিবপুর ছাড়া) এ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে।

সংরক্ষণ কাজের কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর