[email protected] শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৫ ১২:৩৯ পিএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে।

এতে ইঞ্জিন বিকল হয়ে দুই ঘণ্টা ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝাঞ্জাইলগামী ট্রেনটি স্টেশনে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়।

এ সময় প্রচুর ধোঁয়া বের হতে থাকে। পরে চালক ও ট্রেনকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ইঞ্জিন আর সচল হয়নি।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এনে ট্রেনটি পুনরায় চালু করা হয়। প্রায় দুই ঘণ্টা বিলম্বের পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর