দিনাজপুরের বিরল উপজেলার ‘জীবন মহল’ বিনোদন পার্কে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিকেল আড়াইটা থেকে শুরু হওয়া এ ঘটনায় একজন সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হন। ভাঙচুর করা হয় দুটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল। পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে ১৭ আগস্ট অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পার্কের মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে জরিমানা করে এবং কয়েকজনকে কারাদণ্ড দেয়। এরপর থেকেই পার্ক নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার আনোয়ার হোসেনের সমর্থকেরা ‘অপপ্রচারের প্রতিবাদে’ সমাবেশ ডাকেন।
একই সময়ে স্থানীয় সংগঠন ‘তৌহিদি জনতা’ তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং সুযোগে কিছু লোক পার্কে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
আনোয়ার হোসেন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাইরে থেকে লোক এনে তার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
অন্যদিকে ‘তৌহিদি জনতা’ দাবি করে, পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে, শান্তিপূর্ণ বিক্ষোভে গেলে তাদের ওপর হামলা হয়।
পুলিশ জানায়, উভয় পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: