খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় পিকআপচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ
এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ইজিবাইকচালক মুজাহিদুল মোড়ল, যাত্রী রিনা খাতুন এবং আরেকজন অজ্ঞাত পরিচয়ের যাত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাতজন যাত্রী নিয়ে ইজিবাইকটি ডুমুরিয়া বাজার থেকে গল্লামারীর দিকে যাচ্ছিল। জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মুজাহিদুল ও রিনা মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সংঘর্ষে ইজিবাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর একসময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মো. আছের আলী জানান, দুর্ঘটনার পর পিকআপচালক ও তার সহযোগী পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।
এসআর
মন্তব্য করুন: