[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

আসন অপরিবর্তিত রাখার দাবিতে যশোরে নির্বাচন অফিস ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫ ৫:১৮ পিএম

সংগৃহীত ছবি

যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সব সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে নির্বাচন অফিস ঘেরাও করেছে কেশবপুর উপজেলা বিএনপি।

তাদের দাবি, আগামী ফেব্রুয়ারির মধ্যে এ সীমানা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এ সময় আসনটির সাধারণ ভোটাররাও অংশ নেন। পরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি স্মারকলিপি জেলা নির্বাচন অফিসারের হাতে তুলে দেন নেতারা।

কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নেতারা অভিযোগ করেন, আসন বণ্টনের নামে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। তারা বলেন, “দীর্ঘ আন্দোলনের পর জাতি যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অপেক্ষায়, তখনই একটি চক্র নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। এই চক্রান্ত বাস্তবায়ন হলে যশোরের নির্বাচন সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতি নষ্ট হবে।”

তারা হুঁশিয়ারি দিয়ে আরও জানান, আসন পুনর্বিন্যাসের যেকোনো পদক্ষেপ তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে।

উল্লেখ্য, যশোর-৬ আসন পুনর্বিন্যাসের দাবিতে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল একটি আবেদন করেছেন। এ বিষয়ে সোমবার (২৫ আগস্ট) নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর