কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ১২ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে সেন্টমার্টিন থেকে মাছ শিকার শেষে ফেরার পথে নাইক্ষ্যংদ্বিয়া জলসীমা এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত জেলেদের দুটি নৌকাও নিয়ে গেছে তারা।
অপহৃত জেলেদের পরিচয় পাওয়া গেছে— মো. আলী আহমদ (৩৯), মো. আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মো. মোস্তফা (৩৫) ও নুরুল আমিন (৪৫)। সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা।
শাহপরীর দ্বীপ জেলে কমিটির সভাপতি আব্দুল গণি জানান, “সেন্টমার্টিন থেকে মাছ কিনে ফেরার সময় নাইক্ষ্যংদ্বিয়া এলাকায় আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে যায়। ঘটনাটি আমাদের কয়েকজন জেলে এসে জানিয়েছে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “বিষয়টি জানার পর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করেছি। আশা করছি, জেলেদের অচিরেই ফেরত আনা সম্ভব হবে।”
এসআর
মন্তব্য করুন: