[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

যুব উদ্যোক্তাদের উদ্যোগেই বদলাবে দেশের ভবিষ্যৎ

ফুলকুঁড়ি থিয়েটারের আয়োজনে যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫ ৬:৩১ পিএম

যুবকেরাই সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার – ফুলকুঁড়ি থিয়েটার আয়োজিত আলোচনা সভা। আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর রায়েরবাগ সাংবাদিক ক্লাবে ফুলকুঁড়ি থিয়েটারের আয়োজনে “যুবকেরাই সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী। সভা পরিচালনা করেন ফুলকুঁড়ি থিয়েটারের সাধারণ সম্পাদক শাহজালাল ফারুক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ এইচ মাসুদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব। প্রধান আলোচক হিসেবে আমন্ত্রিত ছিলেন সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—এ কে আলম সরকার, সভাপতি, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন, সাইফুল ইসলাম ফিরোজ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন, মো: কামরুজ্জামান আসাদ, চেয়ারম্যান, নবাব মাল্টি প্রোডাক্টস লি., রনি মজুমদার, পরিচালক/সিইও, নিউজ ২১ বাংলা টিভি, মো: ইকরাম হোসেন শিমুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মো: নুর আলম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মো: মহিউদ্দিন শেখ, ব্যবস্থাপনা পরিচালক, শেখ এশিয়া লিমিটেড।

এছাড়াও উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব কম্পিউটার স্টুডেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নয়ন সম্মদ্দার রুদ্র। তিনি EUCT আইসিটি প্রকল্পের উদ্যোক্তা হিসেবে দেশের যুবসমাজের বেকারত্ব দূরীকরণে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন।

ダッカ日本語アカデミー ঢাকা নিহোনগো একাডেমী Dhaka Nihongo Academy

কদমতলী সাংবাদিক ক্লাবের অর্থ সম্পাদক বাবলু শেখও আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় তিনজন সাংবাদিককে— রনি মজুমদার, ক্রাইম চিফ, দৈনিক ভোরের পাতা, জাকির ইসলাম, রিপোর্টার, মাই টিভি, রাকিব হোসেন মিলন, স্টাফ রিপোর্টার, এটিএন বাংলা।

প্রধান অতিথি মোহাম্মদ আইয়ুব তার বক্তব্যে বলেন, “পারিবারিক শিক্ষাই যুবকদের জীবন গঠনের মূল ভিত্তি। অনেক যুবক বিপথে গেলেও সুশিক্ষার মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

সভাপতির বক্তব্যে সুমন চৌধুরী সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আলোচনায় পাওয়া পরামর্শগুলো মেনে চললে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।” পরে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর