প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কেন্দ্র দখলের ঘটনা ঘটলে ওই কেন্দ্রের পুরো ভোটই বাতিল করা হবে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহীতে নিৌলর্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, রমজানের আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিইসি নাসির উদ্দিন বলেন, “নির্বাচন হবে কি না— সে বিষয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্য নিয়ে আমরা চিন্তিত নই। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। চিঠি পাওয়ার পর থেকেই প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, অতীতে যারা ভোট সংশ্লিষ্ট দায়িত্বে ছিলেন— যেমন জেলা প্রশাসক বা পুলিশ সুপার— তাদের পুনরায় পদায়নের কোনো পরিকল্পনা নেই। “যারা ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে,”— বলেন তিনি।
আনুপাতিক পদ্ধতি (পিআর সিস্টেম) নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে সিইসি বলেন, সংবিধানে এ ধরনের কোনো ব্যবস্থা নেই। তাই নির্বাচন কমিশনও এ পথে যেতে পারবে না। “এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হতে পারে, তবে নির্বাচন কমিশন এ বিষয়ে মন্তব্য করতে চায় না,” তিনি যোগ করেন।
এ ছাড়া তিনি জানান, চলমান মামলার কারণে আওয়ামী লীগ আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না। “বিচারে কী হয়, সেটাই এখন দেখার বিষয়,” বলেন সিইসি।
এসআর
মন্তব্য করুন: