[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে দিলেন বাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫ ১:৩৭ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় শফিক আহামদের সহায়তায় তার ছেলে রুবেল (৩৮) চার লিটার দেশীয় মদসহ পুলিশের হাতে আটক হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মছনেরহাট এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বারবার সামাজিকভাবে বিচার হলেও মদপান ছাড়তে পারেনি।

মদপানের পর সে পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত এবং স্থানীয়দেরও গালিগালাজ করত। এতে অতিষ্ঠ হয়ে স্থানীয় ইউপি সদস্য আবু বক্করের পরামর্শে তার বাবা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে রুবেলকে আটক করে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রবিউল আলম খাঁন জানান, বাবার অভিযোগের ভিত্তিতে চার লিটার মদসহ রুবেলকে আটক করা হয়েছে।

এ ঘটনায় রুবেলের বাবাকে বাদী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর