[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

চট্টগ্রামে মবের হামলায় বাবা-মায়ের সামনেই কিশোরকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫ ৭:৫২ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে চুরির অভিযোগে মবের হামলায় মো. রিহান উদ্দিন মাহিন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

এ সময় তার বাবা মুহাম্মদ লোকমানসহ আরও দুজন কিশোর গুরুতর আহত হন।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে ইউনিয়নের সাকর আলী তালুকদার বাড়ির চেইঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মাহিন ওই এলাকার বাসিন্দা লোকমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাহিন ও তার দুই বন্ধু সিএনজি অটোরিকশায় নিজ এলাকায় ফিরছিল। পথে ওতপেতে থাকা একদল যুবক তাদের ধাওয়া করে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নামিয়ে আনে। পরে চুরির অপবাদ দিয়ে তিনজনকে চেইঙ্গার ব্রিজের ওপর প্রকাশ্যে মারধর করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই মাহিন মারা যায়।

মাহিনের ফুফু সুখী বেগম অভিযোগ করে বলেন, “আমার ভাইপো পানি চেয়েছিল, কিন্তু সেটিও দিতে দেওয়া হয়নি। রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে তাকে হত্যা করা হয়েছে।”

ঘটনাস্থলের পাশে থাকা ভবনের মালিক মোবারক জানান, তার ঘরে কোনো চুরির ঘটনা ঘটেনি। তিনি বলেন, “চেঁচামেচি শুনে ঘুম ভাঙলে দেখি কয়েকজন কিশোরকে ধরে নিয়ে যাচ্ছে স্থানীয় লোকজন।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, “চোর সন্দেহে গণপিটুনিতে তাকে মারা হয়েছে, যদিও এটি আইনবহির্ভূত।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে। আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন আছেন। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর