রাজধানীর বাজারে কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম এখনো ৮০ টাকার ঘরে আটকে আছে।
কয়েক সপ্তাহ ধরেই এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। বিশেষ করে করলা, বেগুন ও টমেটোর দাম আরও বেশি।
শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে,
রামপুরা বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুর রাজ্জাক বলেন,
“প্রায় দুই মাস ধরে সবজির দাম অস্বাভাবিকভাবে বেশি। মাছ-মাংসের পাশাপাশি এখন মনে হচ্ছে সাধারণ মানুষ সবজিও খেতে পারবে না।”
সবজি বিক্রেতাদের মতে, মৌসুম শেষ হওয়া, সরবরাহ কমে যাওয়া এবং টানা বৃষ্টির কারণে সবজির দাম কমছে না। মালিবাগ বাজারের ব্যবসায়ী এরশাদ আলী জানান,
“দাম বাড়ায় মানুষ কম পরিমাণে সবজি কিনছে। আগে যেখানে এক কেজি কিনত, এখন কিনছে আধা কেজি। এতে আমাদের বিক্রিও অনেক কমে গেছে।”
তিনি আরও বলেন, “সরবরাহ কম আর বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হচ্ছে। তবে নতুন সবজি উঠতে শুরু করলে দাম কিছুটা কমতে পারে।
এসআর
মন্তব্য করুন: