[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

সবজির দামে স্বস্তি নেই, ৮০ টাকার নিচে মিলছে না কিছুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫ ১২:৪৬ পিএম

রাজধানীর বাজারে কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম এখনো ৮০ টাকার ঘরে আটকে আছে।

কয়েক সপ্তাহ ধরেই এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। বিশেষ করে করলা, বেগুন ও টমেটোর দাম আরও বেশি।

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে,

  • করলা প্রতি কেজি ১০০ টাকা
  • শসা ৮০ টাকা
  • ঢেঁড়স ৮০ টাকা
  • টমেটো ১৮০ টাকা
  • পটল ৮০ টাকা
  • বরবটি ১০০ টাকা
  • ঝিঙা ৮০ টাকা
  • কচুর লতি ৮০ টাকা
  • ধুন্দল ৮০ টাকা
  • কাঁকরোল ৮০ টাকা
  • বেগুন (গোল) ১৪০ টাকা
  • বেগুন (লম্বা) ৮০ টাকা
  • কচু ৮০ টাকা
  • চিচিঙ্গা ৮০ টাকা
  • কাঁচামরিচ ২৪০ টাকা
  • জালি প্রতি পিস ৬০ টাকা
  • লাউ প্রতি পিস ৭০ টাকা
  • আর একমাত্র স্বস্তি কাঁচা পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা।

ক্রেতাদের ক্ষোভ

রামপুরা বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুর রাজ্জাক বলেন,
“প্রায় দুই মাস ধরে সবজির দাম অস্বাভাবিকভাবে বেশি। মাছ-মাংসের পাশাপাশি এখন মনে হচ্ছে সাধারণ মানুষ সবজিও খেতে পারবে না।”

বিক্রেতাদের দাবি

সবজি বিক্রেতাদের মতে, মৌসুম শেষ হওয়া, সরবরাহ কমে যাওয়া এবং টানা বৃষ্টির কারণে সবজির দাম কমছে না। মালিবাগ বাজারের ব্যবসায়ী এরশাদ আলী জানান,
“দাম বাড়ায় মানুষ কম পরিমাণে সবজি কিনছে। আগে যেখানে এক কেজি কিনত, এখন কিনছে আধা কেজি। এতে আমাদের বিক্রিও অনেক কমে গেছে।”

তিনি আরও বলেন, “সরবরাহ কম আর বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হচ্ছে। তবে নতুন সবজি উঠতে শুরু করলে দাম কিছুটা কমতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর