[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

আর একটি পাথরও সরানো হলে কঠোর ব্যবস্থা - ডিসি সারওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫ ২:০৫ এএম

সিলেটের ডিসি সারওয়ার আলম

সিলেটের সদ্য নিয়োগ পাওয়া জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম সতর্ক করে বলেছেন, সীমান্ত এলাকা থেকে আর একটি পাথরও সরানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “বাংলাদেশ সীমান্তে যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকেই অপরাধীদের ধরে আনা হবে। জীবন অতিষ্ঠ করে দেব।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুশিয়ারি দেন।

ডিসি সারওয়ার আলম জানান, প্রশাসন তিনটি দিককে সামনে রেখে কাজ করছে পুনঃস্থাপন, লুটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ভবিষ্যতে প্রতিরোধ।

তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সাদাপাথর তার আগের সৌন্দর্যে ফিরে আসবে।

তিনি আরও বলেন, “পাথর যাতে আর লুট না হয় বা বাইরে যেতে না পারে, সে জন্য নজরদারি আরও বাড়ানো হবে।

লুণ্ঠিত পাথরগুলো খুঁজে বের করে পুনঃস্থাপন চলছে। অপরাধের মাত্রা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে, তবে শাস্তির চেয়ে প্রতিরোধই আমাদের মূল লক্ষ্য।”

এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দেন সারওয়ার আলম।

দায়িত্ব গ্রহণের আগে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী তাকে স্বাগত জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে সিলেটের সংরক্ষিত এলাকা ও কোয়ারি থেকে বালু–পাথর লুটের ঘটনা ঘটে।

সম্প্রতি সাদাপাথরে গণলুট দেশ–বিদেশে তীব্র সমালোচনা সৃষ্টি করে। এ প্রেক্ষাপটে সোমবার সাবেক ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর