[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

মানুষ ভাত পাচ্ছে না, উপদেষ্টারা হাঁসের মাংস খুঁজছেন : আলাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ৯:১২ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশে এমন অবস্থা তৈরি হয়েছে যে অনেক মানুষ ভাত-ভাতেই দিন কাটাচ্ছে।

অথচ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা রাতবিরাতে হাঁসের মাংস খুঁজে বেড়াচ্ছেন। এ ধরনের আচরণে জনগণ কতটা গুরুত্ব দেবে—এ প্রশ্ন আমাদের নিজেদের বিবেকেই করা উচিত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বরিশাল প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, “কেউ কেউ বলছেন নির্বাচন হতে দেওয়া হবে না। এগুলো তারা বলছেন বয়স, আবেগ ও অপরিপক্বতার কারণে। আমাদের বিশ্বাস, ভবিষ্যতে তরুণ প্রজন্মই নেতৃত্ব দেবে। তবে তাদের উচিত অভিজ্ঞ, সৎ ও দেশপ্রেমিকদের কাছ থেকে শিখে সংযত আচরণ করা। এতে গণতন্ত্র শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন তারাই আবার ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। তাহলে দুটো সাংঘর্ষিক বিষয় একসঙ্গে কীভাবে হয়? যদি পিআর পদ্ধতি বাস্তবায়িত হয় তবে প্রার্থী ঘোষণার প্রয়োজন নেই।”

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, “আমরা চাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক। কারণ দেশে দায়বদ্ধ সরকার না থাকার কারণে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হলে অর্থনীতি সমৃদ্ধ হবে।”

তিনি আরও বলেন, “ব্যাংক খাত প্রায় ধ্বংস হয়ে গেছে। এটিকে পুনরুদ্ধার করতে দায়বদ্ধ সরকারের কোনো বিকল্প নেই। এ কারণেই ফেব্রুয়ারির নির্বাচন খুবই জরুরি।”

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে আলাল বলেন, “তারেক রহমানের একটি স্পর্শকাতর মামলা বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন। রায় ঘোষণার পর যদি তিনি খালাস পান, তাহলে সব মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরবেন—আমাদের বিশ্বাস তাই।”

মতবিনিময় সভায় বরিশাল প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর