[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

সাদাপাথর লুটপাটে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ৭:৩৬ পিএম

সংগৃহীত ছবি

সিলেটের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম বলেছেন, সাদাপাথর লুটপাটে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

জনগণ ও সরকারের সহযোগিতা পেলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনার পাশাপাশি স্থায়ী সমাধান করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসি সারোয়ার আলম বলেন,

  • “এ মুহূর্তে ঘটনার প্রকৃত অবস্থা জানার চেষ্টা করছি। আমাদের প্রধান কাজ হলো— চুরি হওয়া পাথর দ্রুত উদ্ধার করে পুনঃস্থাপন করা।”
  • “কেন এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যাতে ভবিষ্যতে আর কোনোভাবে সিলেট থেকে পাথর চুরি না হয় সে বিষয়ে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
  • “যারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে অপরাধের ধরণ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, জনগণ ও সরকার যদি একসঙ্গে কাজ করে, তবে কোনো গোষ্ঠীর অপশক্তি সাদাপাথরসহ সিলেটের পর্যটন এলাকাগুলোর ক্ষতি করতে পারবে না।

দুদকের তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, “প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।”

এর আগে ডিসি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ জিরো পয়েন্ট গিয়ে নদীপথে ভোলাগঞ্জ ও ব্যাংকার এলাকায় পাথর লুটের স্থানগুলো ঘুরে দেখেন। পরে সাদাপাথরের লুট হওয়া প্রতিটি স্থান সরেজমিন পরিদর্শন করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর