দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহতভাবে অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে তিনজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাস করতেন এবং বাকি দুজন রাজশাহী বিভাগের বাসিন্দা।
এ সময়ে নতুন করে ৩১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৮৭ জন এবং রাজধানীর বাইরে ভর্তি হয়েছেন ১২৪ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার (২১ আগস্ট) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে এ পর্যন্ত দেশে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে এবং ২৭ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বৃষ্টিপাত ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে।
এ পরিস্থিতি মোকাবিলায় মশকনিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: