এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট।
বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছালে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে তোলা হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.৩৫ এমএসএল ছুঁয়ে যায়, যা সর্বোচ্চ ধারণক্ষমতা (১০৯ এমএসএল)-এর কাছাকাছি।
পানি নিয়ন্ত্রণে স্পিলওয়ের সব গেট খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নামানো হচ্ছে। তবে এতে ভাটি এলাকায় বন্যার আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানির স্তর বেড়েছে।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেড়ে গেলে ধাপে ধাপে আরও গেট খোলা হবে।
এসআর
মন্তব্য করুন: