[email protected] বুধবার, ২০ আগস্ট ২০২৫
৫ ভাদ্র ১৪৩২

টিকিট কাউন্টার ভাঙচুর, ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ৯:০১ পিএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালের ইউনাইটেড পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর ঢাকা এবং দেশের অন্যান্য রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

 এতে রাজধানীমুখী যাত্রীসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে আসা অন্তত অর্ধশতাধিক যুবক হঠাৎ ইউনাইটেড পরিবহনের টিকিট কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং কাউন্টার বন্ধ করে দেয়। এ সময় তারা স্লোগান দেয়— ‘আওয়ামী লীগের দোসর শামীমের গাড়ি চলবে না, চলতে দেব না।’ হঠাৎ এ ঘটনায় বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে বিকেল ৪টা থেকে ময়মনসিংহ থেকে ঢাকাসহ শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, উত্তরবঙ্গ ও সিলেটমুখী সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

 

ঢাকাগামী যাত্রী মজিবুর রহমান বলেন,

“আগেই টিকিট কেটে রেখেছিলাম। টার্মিনালে এসে দেখি ভাঙচুরের কারণে বাস বন্ধ। আমাকে ঢাকা থেকে ভোলা যেতে হবে। এখন লঞ্চের টিকিটও বাতিল হয়ে গেল। পুরো ভ্রমণ পরিকল্পনা ভেস্তে গেল।”

রফিকুল ইসলাম নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,

“সব ধরনের গণপরিবহন বন্ধ করে ময়মনসিংহকে কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।”

আরেক যাত্রী দিলরুবা আক্তার জানান,

“বাবা অসুস্থ থাকায় তাকে দেখতে ঢাকায় যাচ্ছিলাম। এসে দেখি বাস বন্ধ। এখন কীভাবে ঢাকায় যাব, কিছুই বুঝতে পারছি না।”

জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন,
“আমি ঢাকায় থাকতেই খবর পাই যে কাউন্টার ভাঙচুর হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান,
“গত ৫ আগস্টের আগে যারা বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ করত, এখনো তারা নিয়ন্ত্রণ করছে এমন অভিযোগে অজ্ঞাত কিছু লোক এ ভাঙচুর চালিয়েছে। এর জেরে বাস চলাচল বন্ধ রয়েছে। সমাধানের চেষ্টা চলছে।”

পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন,
“মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, বাস বন্ধের সিদ্ধান্ত মহাখালী মালিক সমিতি থেকে এসেছে। রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে জেলা প্রশাসন, পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত থাকবেন। আমরা দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। সাধারণ মানুষ কোনো দ্বন্দ্বে ভোগান্তিতে পড়ুক—এটা হতে দেওয়া যায় না।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর