অক্টোবরের মাঝামাঝি থেকে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরে।
এ সম্ভাবনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
রোববার (১৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নতুন টার্মিনাল ও রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি বলেন, “সিভিল অ্যাভিয়েশনের একটি টিম নিয়ে আমরা এসেছি। আশা করছি, অক্টোবরের মাঝামাঝি আংশিকভাবে হলেও আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য বিমানবন্দরটি প্রস্তুত হবে।”
তিনি আরও জানান, সরকার ও বেবিচক যৌথভাবে এ প্রকল্প দ্রুত শেষ করতে কাজ করছে। তবে কত শতাংশ কাজ শেষ হয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব না দিলেও অক্টোবরেই আংশিক কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া বলেন, রানওয়ে নির্মাণ প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও এরই মধ্যে ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এখনো রানওয়ের নিরাপত্তা, লাইটিং, ড্রেনেজ এবং বাইরের সড়ক নির্মাণ বাকি রয়েছে। টার্মিনাল ভবনের ৮৩ শতাংশ কাজ শেষ হয়েছে, যা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।
২০২১ সালে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণকাজ শুরু হয়। প্রকল্পের আওতায় রানওয়ের দৈর্ঘ্য ৬,৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯,০০০ ফুট করা হয়েছে। এর মাধ্যমে এটি দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, “এই বিমানবন্দর শুধু পর্যটন শিল্প নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। কক্সবাজারকে আন্তর্জাতিক গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে।”
এসআর
মন্তব্য করুন: