[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

সাদা পাথর লুট: কোম্পানীগঞ্জে পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ১২:০৮ পিএম

সংগৃহীত ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার গণমাধ্যমকে জানান, অভিযানে একটি পাথরবাহী ট্রাকসহ দুইজনকে এবং কালাইরাগ এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), একই গ্রামের কামাল মিয়ার ছেলে মো. আবু সাঈদ (২১), নাজিরেরগাঁও এলাকার মৃত মনফর আলীর ছেলে মো. আবুল কালাম (৩২), লাছুখাল এলাকার ইমান আলী এবং একই গ্রামের শহীদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) রাতে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে ব্যাপক লুটপাট ও চুরির ঘটনায় খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব বাদী হয়ে এ মামলা দায়ের করেন। খনি ও খনিজসম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪ (২) (ঞ) এবং খনি ও খনিজসম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩ (১) লঙ্ঘনের অভিযোগে এ মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়।

বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হলেও মূল দুষ্কৃতকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর