[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

রাতের আঁধারে শত শত ট্রাকে সরানো হচ্ছে সাদা পাথর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ২:০৬ এএম

সংগৃহীত ছবি

সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট ‘সাদা পাথর’ এখন প্রায় বিরাণভূমি।

এলাকা জুড়ে আর পাথরের দেখা নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা পাথরের বর্তমান চিত্রের ছবি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা।

জাতীয় গণমাধ্যমেও এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। তবে সমালোচনাকে উপেক্ষা করে রাতের আঁধারে শত শত ট্রাকে সাদা পাথর সরিয়ে নেওয়ার দৃশ্য ধরা পড়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট–কোম্পানীগঞ্জ সড়ক দিয়ে পাথরবোঝাই অসংখ্য ট্রাক যাতায়াতের ভিডিও ও ছবি হাতে এসেছে।

একই দিন সকাল থেকে রাত পর্যন্ত কালবেলার অনুসন্ধানী দল কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় সরেজমিনে গিয়ে দেখতে পায়, ধোপাখোলা বাজার–কোম্পানীগঞ্জ সড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বহু ক্রাশার মেশিন বসানো রয়েছে। এসব মেশিনে দিনভর ভোলাগঞ্জ থেকে আনা পাথর গুঁড়া করা হয়। এছাড়া স্থানীয় স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় থেকে আনা পাথরও এখানে মজুত করে চূর্ণ করা হয়।

অনুসন্ধানে আরও জানা যায়, আমদানিকৃত পাথরের সঙ্গে ভোলাগঞ্জ থেকে অবৈধভাবে সংগৃহীত সাদা পাথর মিশিয়ে সারা দেশে চালান দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সাদা পাথর লুটের ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা দায়ের হয়েছে, যেখানে ১৯১ জনের নাম উল্লেখ এবং ৩১০ জন অজ্ঞাত আসামি রয়েছে।

গ্রেপ্তার করা হয়েছে ৭০ জনকে, পরিচালিত হয়েছে শতাধিক ভ্রাম্যমাণ আদালত। তাঁর দাবি, সাদা পাথর লুট ঠেকাতে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং গত চার দিন ধরে অভিযান চলছে।

মূলহোতাদের মধ্যে ফয়জুলসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার বলেন, “প্রশাসনকে ব্যর্থ বলব না, কারণ তারা তো কখনো চেষ্টা করেনি। প্রশাসনের উদাসীনতাই সাদা পাথরের জন্য কাল হয়েছে। এক বছর আগেও এখানে হাত দেওয়ার সাহস কেউ পেত না।”

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, “আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, কিন্তু কোনোভাবেই পাথর লুট বন্ধ হচ্ছে না।

কেন আগে রক্ষা করা গেলেও এখন পারছেন না—জবাবে তিনি একই কথা পুনর্ব্যক্ত করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর