চাঁদা দাবির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত শোকজ চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে যে আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের জন্ম দিয়েছে। এ কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে, অন্যথায় আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গত রোববার চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে নিজাম উদ্দিনের একটি কথোপকথনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে তাকে আফতাব হোসেন রিফাত নামে এক ব্যক্তির সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে শোনা যায়, যা অন্য একটি ফোনে রেকর্ড করা হয়েছিল।
ভিডিওতে আফতাবকে বলতে শোনা যায়— “যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে, তখন কী করব?” জবাবে নিজাম উদ্দিন বলেন, “আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?” আফতাব জবাব দেন, “হ্যাঁ।” কত টাকা দেওয়া হয়েছে জানতে চাইলে আফতাব বলেন, “পাঁচ।” এরপর নিজাম উদ্দিনকে আরও টাকা নেওয়ার পরামর্শ দিতে শোনা যায়।
চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক এবং নোটিশদাতা আরিফ মঈনুদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
অভিযোগ অস্বীকার করে নিজাম উদ্দিন বলেন, “কমিটি ঘোষণার পর পুরনো একটি কল রেকর্ড ফাঁস করা হয়েছে, যার কোনো সত্যতা নেই। এটি ছিল প্রাঙ্ক কল, ষড়যন্ত্রকারীরা হাস্যরসের ভিডিওকে ভিন্নভাবে ব্যবহার করেছে।” তিনি জানান, শোকজের জবাব তিনি দেবেন এবং নিজেকে নির্দোষ প্রমাণ করবেন।
এর আগে, গত ৫ জুলাই এক নারী অভিযোগ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়েছেন নিজাম উদ্দিন। তখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন। ওই অভিযোগের পর তার পদ স্থগিত হলেও পরে তা পুনর্বহাল করা হয়।
এসআর
মন্তব্য করুন: