[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

নির্বাচনের তারিখ ঘোষণায় কিছু উপদেষ্টার মন খারাপ: হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫ ১০:১০ পিএম

সংগৃহীত ছবি

নির্বাচনের তারিখ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের ‘মন খারাপ’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীর আলুপট্টি মোড়ে বিএনপি আয়োজিত একটি বিজয় র‌্যালির আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ।

হাফিজ উদ্দিন বলেন, “আমরা প্রকৃত অর্থে একটি গণআন্দোলন গড়ে তুলেছিলাম, যেখানে বিএনপির প্রায় ৫০০ নেতা-কর্মী শহীদ হয়েছেন। এই আন্দোলনকে অর্থবহ করে তুলতে হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের কেউ কেউ বলছেন, তারা পাঁচ বছরের জন্য এসেছেন, কেউ বলছেন ইউনূস সাহেবের সরকার চলতেই থাকুক, নির্বাচিত সরকার প্রয়োজন নেই। এমনকি কেউ কেউ মনে করেন রাজনৈতিক দলগুলো এই দেশ ধ্বংস করেছে, তাই তাদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “কিছুদিন আগে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূস সাহেবের একটি বৈঠক হয়েছিল। সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা তাকে ধন্যবাদ জানাই—তিনি তার ওয়াদা রেখেছেন।”

বিএনপি সম্পর্কে তিনি বলেন, “আমরা চারবার জনগণের ভোটে ক্ষমতায় গিয়েছি। রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি কখনো উদগ্রীব ছিল না। তবে এই দেশে যদি জনগণের নির্বাচিত সরকার না থাকে, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়।”

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, “১৯৭১ সালে মেজর জিয়াউর রহমানের ডাকে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তখন যদি ছাত্র ও সৈনিকরা যুদ্ধ না করত, তাহলে দেশ আজও স্বাধীন হতো না। সেই যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য। অথচ আজ সেই গণতন্ত্রকেই ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দু-একটি দল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের জনসমর্থন নেই। তারা জানে জনগণ তাদের ভোট দেবে না, তাই নির্বাচন না হলে তারা খুশি হতো। গত এক বছরে তারা নির্বাচনের স্বাদ কিছুটা পেয়েছে, এখন চায় এভাবেই দিন কেটে যাক।”

পথসভায় আরও বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং সদস্য সচিব মামুন-অর-রশিদ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর