[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫ ৪:১৩ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদের মরদেহ চট্টগ্রাম ক্লাব থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) দুপুরে তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান। তিনি জানান, “খবর পেয়ে আমরা চট্টগ্রাম ক্লাবে পৌঁছে মরদেহ উদ্ধার করি। মরদেহ এখনো ক্লাবে রয়েছে। আমরা পরিবারের সদস্যদের জন্য অপেক্ষা করছি। তারা এলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।”

জানা গেছে, লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসর গ্রহণ করেন।

চাকরিজীবন শেষে তিনি ডেসটিনি গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে যেতে হয়।

সাবেক এই সেনা কর্মকর্তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর