[email protected] বুধবার, ৩০ জুলাই ২০২৫
১৫ শ্রাবণ ১৪৩২

“প্রত্যেক ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব” — এনসিপি আহ্বায়ক নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ৬:৫৮ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব।

যারা মুজিববাদের নামে রাজনৈতিক সন্ত্রাস ছড়িয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে।”

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহীদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। একটি নতুন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত রয়েছে। আজও আমরা দেখছি, গাজীপুরের সন্ত্রাসীরা মহড়া দিয়ে আমাদের ভয় দেখাতে চাইছে। কিন্তু ভয় দেখিয়ে এনসিপির গণঅভ্যুত্থানের শক্তিকে দমন করা যাবে না।”

তিনি আরও বলেন, “গোপালগঞ্জেও আমাদের পথ রুদ্ধ করা যায়নি। আমরা সেখানে গিয়েছি, আজ গাজীপুরেও এসেছি। দেশের ৬৪টি জেলাতেই আমরা পৌঁছেছি এবং পৌঁছাবো।”

দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, “গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের জন্য দোয়া করুন এবং ন্যায়ের পথে আমাদের সঙ্গে থাকুন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন,
  • সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা,
  • মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ,
  • মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম,
  • মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী প্রমুখ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর