[email protected] বুধবার, ৩০ জুলাই ২০২৫
১৫ শ্রাবণ ১৪৩২

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ২০টি বসতঘর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ৬:০৯ এএম

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ২০টি বসতঘর।

সোমবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে তারা মিয়ার টিনশেড বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর